সদ্যপ্রাপ্ত :
নাঙ্গলকোটে পরকীয়ার বলি এক প্রবাসীর স্ত্রী নাঙ্গলকোটে দোকান ঘর ভাংচুর লুটপাটের অভিযোগ নাঙ্গলকোটে হিযবুল্লাহ’র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে মোবারক র‌্যালী নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে শ্বাসরোধে নারীকে হত্যা চেষ্টা, ২শিশু-সহ আহত ৩ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও আলোচনা সভা রোড মার্চ সফল করার লক্ষ্যে নাঙ্গলকোটে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা নাঙ্গলকোটে উপজেলা আ’লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত রোড মার্চ সফল করার লক্ষ্যে নাঙ্গলকোটে বিএনপির বিক্ষোভ নাঙ্গলকোটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত নাঙ্গলকোটে ছিদ্দিকুর রহমান মজুমদার স্মৃতি পাঠাগারের উদ্যোগে কৃতি সংবর্ধনা
ফেসবুকে প্রেম, ধর্ষণের শিকার হয়ে থানায় কিশোরী 

ফেসবুকে প্রেম, ধর্ষণের শিকার হয়ে থানায় কিশোরী 

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার নাঙ্গলকোটের দক্ষিণ শাকতলি গ্রামের হেলাল উদ্দিন ভূঁইয়ার ছেলে সাগর ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেম করে নরসিংদী সদরের বাগদী এলাকার এক কিশোরীকে বেড়াতে নিয়ে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারন করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে  ও বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় দু’বছর যাবত তার সাথে  শারীরিক সম্পর্ক করে আসছে। এ ব্যাপারে ওই কিশোরী সোমবার নাঙ্গলকোট থানায় গিয়ে বিচার দাবী করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ শাকতলি গ্রামের সাগর ভূঁইয়া নরসিংদী এলাকার এক কিশোরীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়ে দু’বছর যাবৎ তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রথমে কিশোরীকে চট্টগ্রামে বেড়ানোর কথা বলে এক হোটেলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে সাগর গোপনে মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার হুমকি দিয়ে ঢাকা শহরের বিভিন্ন হোটেলে নিয়ে প্রায় দু’বছর যাবৎ দৈহিক সম্পর্ক করে আসছে।
অভিযুক্ত সাগর ভূঁইয়ার বাড়ীতে গিয়ে তাকে না পাওয়ায়  বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নাঙ্গলকোট থানা উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, ভিক্টিমের ভাষ্যমতে অত্র ঘটনা অন্য থানা এলাকায় হওয়ায়, সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে বলা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায় : বি-কেয়ার আইটি, বাপ্পি মজুমদার ইউনুস #01711-286173