কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার বর্গের সংবর্ধনা ও আলোচনা সভা রবিবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দিবসটি পালন উপলক্ষ্যে একই দিন উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত ও বীর মুক্তিযোদ্ধাদের নেক হায়াত কামনা করে দোয়া মুনাজাত করা হয়। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুবের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালু।
উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার জোনায়েদ হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল হক, থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন, উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আহবায়ক তৌহিদুর রহমান মজুমদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্যানেল মেয়র সাদেক হোসেন, পৌর কাউন্সিলর জহিরুল্লাহ সুমন, পৌরসভা ছাত্রলীগ সভাপতি বেলাল হোসেন শিমুল, কলেজ ছাত্রলীগ সভাপতি তানভীর মাহবুব অন্তর প্রমূখ।
অনুষ্ঠান শেষে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
Leave a Reply