স্টাফ রিপোর্টার :
কলেজ মিটার থেকে বিদ্যুৎ চুরি হচ্ছে বুঝতে পেরে অবৈধ লাইন বিচ্ছিন্ন করায় কুমিল্লার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম নুরুল আফসারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ২টার দিকে কলেজ মসজিদ থেকে জোহরের নামাজ শেষে বের হলে শতাধিক মুসল্লির সামনে নাঙ্গলকোট বাগান বাড়ির দ্বীন মোহাম্মদের ছেলে শাহাব উদ্দিন শাহিন এ হামলা করে। এ ঘটনায় অধ্যক্ষ বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্ত শাহিনকে নাঙ্গলকোট থানা পুলিশ আটক করে জিজ্ঞাসা বাদের জন্য থানায় নিয়ে যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, নাঙ্গলকোট বাগান বাড়ির সাহাব উদ্দিন শাহিন কলেজের মিটার থেকে বিদ্যুৎ চুরি করে দীর্ঘদিন যাবৎ গোল্ডেন টাইম রিসোর্ট নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করে আসছে। কলেজের বৈদ্যুতিক মিটারে অস্বাভাবিক বিল আসায় কলেজ কর্তৃপক্ষ লাইন চেক করে দেখতে পায়, কলেজ মিটার থেকে বৈদ্যুতিক লাইন নিয়ে পাশ্ববর্তী গোল্ডেন টাইম রিসোর্ট তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। পরে কলেজ কর্তৃপক্ষ ওই অবৈধ লাইন বিচ্ছিন্ন করে দেয়। সোমবার দুপুরে কলেজ মসজিদ থেকে জোহরের নামাজ শেষ করে বের হলে গোল্ডেন টাইম রিসোর্ট মালিক শাহিন এসে কলেজ অধ্যক্ষকে খোঁজ করে, এসময় কলেজ অধ্যক্ষ মসজিদ থেকে বের হলে শাহিন তার রিসোর্টের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করছে কে বলেই শতশত মুসল্লির সামনে অধ্যক্ষকে মারধর করে।
কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম নুরুল আফসার বলেন, দীর্ঘদিন যাবৎ আমাদের কলেজ মিটারে অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসায় আমরা বিদ্যুৎ লাইন চেক করে গোল্ডেন টাইম রিসোর্টের অবৈধ লাইন বিচ্ছিন্ন করি। এতে ক্ষিপ্ত হয়ে রিসোর্টের মালিক শাহীন প্রকাশ্যে মসজিদের সামনে আমার উপর হামলা করে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply