কেফায়েত উল্লাহ মিয়াজী :
মোবাইল ফোনে গেইম খেলতে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়নের অশ্বদিয়া গ্রামে আরিফ হোসেন (১১) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। শিশু আরিফ ওই গ্রামের কুলসুম আক্তারের ছেলে। শিশু আরিফের পিতা মৃত শাহজাহান মিয়ার বাড়ি একই উপজেলার দক্ষিণ শ্রীহাস্য গ্রামে। আরিফের পিতা শাহজাহান ৭ বছর পূর্বে স্ত্রী কুলসুম আক্তারের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। আরিফ দেওভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। নাঙ্গলকোট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরন করে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার অশ্বদিয়া গ্রামের কুলসুম আক্তার সকালে জোড্ডা পূর্ব ইউনিয়নের কৈরাশ গ্রামে তার বড় বোন ছকিনা বেগমের বাড়ীতে বেড়াতে যাওয়ার সময় তার ছেলে আরিফ গেইম খেলতে মায়ের কাছে মোবাইল চায়, মা তাকে মোবাইল না দেওয়ায় আরিফ রাগ করে তাদের বসতঘরের সিলিংয়ের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নাঙ্গলকোট থানা পুলিশের উপ-পরিদর্শক সোহেল মিয়া বলেন, লাশ উদ্ধার কওে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply