নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার নাঙ্গলকোট প্রেস ক্লাব উপদেষ্টা, সাবেক সভাপতি ও নাঙ্গলকোট কারিগরী বানিজ্য কলেজ অধ্যক্ষ সায়েম মাহবুব মজুমদার (৫৫) আর নেই। আজ রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। অধ্যক্ষ সায়েম মাহবুব দৈনিক ইনকিলাব পত্রিকার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সংবাদদাতা ও সাপ্তাহিক নাঙ্গলকোট এক্সপ্রেস পত্রিকা সম্পাদক ছিলেন। তিনি গত ৬ এপ্রিল ব্রেইন স্ট্রোক করে বারডেম হাসপাতাল, স্কয়ার হসপিটাল ও সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, মা, ভাই-বোন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
অধ্যক্ষ সায়েম মাহবুব মজুমদারের প্রথম জানাযা রবিবার বাদ এশা রাজধানীর বেইলি রোড অফিসার্স কোয়াটার মসজিদ ও দ্বিতীয় জানাযা সোমবার বিকেল ৩টায় কুমিল্লার নাঙ্গলকোটের ধাতিশ্বর আহমেদ দেলোয়ারা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
অধ্যক্ষ সায়েম মাহবুব মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামাল লোটাস, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক আবু, উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব নজির আহম্মেদ ভূঁইয়া, সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন, উপজেলা জামায়াত আমীর মাওলানা জামাল হোসেন, সেক্রেটারী মাওলানা নূরুল ইসলাম হাছান, নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি এ এফ এম শোয়ায়েব, সিনিয়র সহ সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ।
Leave a Reply