সদ্যপ্রাপ্ত :
নাঙ্গলকোটে পরকীয়ার বলি এক প্রবাসীর স্ত্রী নাঙ্গলকোটে দোকান ঘর ভাংচুর লুটপাটের অভিযোগ নাঙ্গলকোটে হিযবুল্লাহ’র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে মোবারক র‌্যালী নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে শ্বাসরোধে নারীকে হত্যা চেষ্টা, ২শিশু-সহ আহত ৩ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও আলোচনা সভা রোড মার্চ সফল করার লক্ষ্যে নাঙ্গলকোটে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা নাঙ্গলকোটে উপজেলা আ’লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত রোড মার্চ সফল করার লক্ষ্যে নাঙ্গলকোটে বিএনপির বিক্ষোভ নাঙ্গলকোটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত নাঙ্গলকোটে ছিদ্দিকুর রহমান মজুমদার স্মৃতি পাঠাগারের উদ্যোগে কৃতি সংবর্ধনা
হাজার-হাজার মানুষের অংশগ্রহণে সাংবাদিক সায়েম মাহবুবের দাফন সম্পন্ন

হাজার-হাজার মানুষের অংশগ্রহণে সাংবাদিক সায়েম মাহবুবের দাফন সম্পন্ন

কেফায়েত উল্লাহ মিয়াজী :

হাজার-হাজার মানুষের অংশগ্রহণে কুমিল্লার নাঙ্গলকোট প্রেস ক্লাব উপদেষ্টা ও নাঙ্গলকোট কারিগরী বানিজ্য কলেজ অধ্যক্ষ সায়েম মাহবুব মজুমদারের জানাযা এবং দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল ৩টায় স্থানীয় ধাতীশ্বর আহমেদ দেলোয়ারা স্কুল এন্ড কলেজ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। প্রথম জানাযা রবিবার বাদ এশা রাজধানীর বেইলি রোড অফিসার্স কোয়াটার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ সায়েম মাহবুব মজুমদার উপজেলার ধাতীশ্বর মজুমদার বাড়ির দারগ আলী মজুমদারের বড় ছেলে। সায়েম মাহবুব গত রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দৈনিক ইনকিলাব নাঙ্গলকোট উপজেলা সংবাদদাতা ও সাপ্তাহিক নাঙ্গলকোট এক্সপ্রেস পত্রিকা সম্পাদক ছিলেন। গত ৬ এপ্রিল ব্রেইন স্ট্রোক করে বারডেম হাসপাতাল, স্কয়ার হসপিটাল ও সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধিন ছিলেন।

জানাযায় বক্তব্য রাখেন সাবেক সচিব আবু তালেব, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব, উপজেলা সহকারী কমিশনার ভূমি আশ্রাফুল হক, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ, আ’লীগ নেতা অধ্যক্ষ সাদেক হোসেন, আবুল খায়ের আবু, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন কাউসার, এডভোকেট মোহন মজুমদার, উপজেলা জামায়াত আমীর মাওলানা জামাল হোসেন, পৌর আমীর এস এম মহি উদ্দিন, ফুলগাঁও ফাজিল মাদরাসা অধ্যক্ষ ইয়াছিন মজুমদার, আই এফ এস পরিচালক আমিনুল হক মাওলা, পৌরসভা বিএনপি আহবায়ক আনোয়ার হোসেন মুকুল, নাঙ্গলকোট প্রেস ক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর শেখ রাসেল মজুমদার, ধাতীশ্বর স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম ফিরোজ, শিশু কল্যাণ কারিগরী স্কুল প্রধান শিক্ষক প্রকৌশলী মাহবুবুল হক প্রমূখ।

দাফন শেষে নাঙ্গলকোট প্রেস ক্লাবের পক্ষ থেকে সায়েম মাহবুব মজুমদারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায় : বি-কেয়ার আইটি, বাপ্পি মজুমদার ইউনুস #01711-286173