নাঙ্গলকোটে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মাওলানা আবু বকরকে সংবর্ধনা ও শুকরিয়া অনুষ্ঠান
- আপডেট সময় :
মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
-
২২
দেখেছেন

কেফায়েত উল্লাহ মিয়াজী :
জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মাধবপুর ছালেহীয়া দারুচ্ছুন্নাত প্রস্তাবিত আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিক। এ উপলক্ষে সোমবার মাদরাসা মিলনায়তনে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধনা ও শোকরিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাধবপুর ছালেহিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা কমপ্লেক্স সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও মাধবপুর ছালেহীয়া দারুচ্ছুন্নাত প্রস্তাবিত আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিক। অনুষ্ঠান শুরুতে আয়োজকদের পক্ষ থেকে অতিথি বৃন্দকে ফুলেল শুভেচছা প্রদান করা হয়।
সাবেক ছাত্রলীগ নেতা রহমত উল্লাহ রাহাতের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দীন, একাডেমিক সুপার ভাইজার আনিসুর রহমান, বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলার সভাপতি মাওলানা আবুল হাসেম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি মোহাম্মদ শাহজাহান, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ আবদুল মান্নান, ইসলামিয়া জেনারেল হাসপাতাল পরিচালক তৌহিদ উল্লাহ মজুমদার রায়হান, সমাজসেবক মাস্টার কাজী নুরুল আমিন, মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি মাস্টার বেলাল হোসেন, মাদরাসা সহ-সুপার মাওলানা আলা উদ্দিন, দৈনিক লোকালয় নির্বাহী সম্পাদক মোহাম্মদ হানিফ, ইউপি সদস্য বাবুল গাজী প্রমুখ।
অনুষ্ঠান শেষে মাদরাসার দাতা, প্রতিষ্ঠাতা, অতিথি ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মাওলানা আবু বকর ছিদ্দিককে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন...
Leave a Reply