কেফায়েত উল্লাহ মিয়াজী :
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাবেক সাধারণ সম্পাদক ও তুলাতুলি উচ্চ বিদ্যালয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন (৬১) আর নেই। হৃদরোগে আক্রান্ত হলে বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী ও দু’ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান তিনি। বুধবার বাদ আসর তুলাতুলি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তুলাতুলি গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
প্রধান শিক্ষক রুহুল আমিনের মৃত্যুতে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply