কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোট-নাথেরপেটুয়া আঞ্চলিক সড়কের নোয়াপাড়া গ্রামে ইটবাহী অবৈধ ট্রাক্টর চাপায় শনিবার দুপুরে ব্যাটারী চালিত অটোরিক্সা চালক’সহ ২জন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতরা হলেন, উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের আব্দুল মান্নানের ছেলে সোলাইমান (৫০), একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে নুরে আলম (৫২)। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক কামাল হোসেন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক্টর’সহ চালক পৌরসভার নাওগোদা গ্রামের তাজুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।
নাঙ্গলকোট থানা পুলিশ উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে ট্রাক্টর ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
Leave a Reply