নাঙ্গলকোটে অভিনব কায়দায় গরু চুরি, সিএনজি অটোরিকশা’সহ ২ চোর আটক
- আপডেট সময় :
রবিবার, ১১ জুন, ২০২৩
-
১১১
দেখেছেন

কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটে অভিনব কায়দায় গরু চুরি করে পালানোর সময় গরু ও সিএনজি চালিত অটোরিকশা’সহ ২চোরকে আটক করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। রবিবার ভোর রাতে নাঙ্গলকোট-লাকসাম আঞ্চলিক সড়কের মক্রবপুর বাজার থেকে চাপাতি ও ছুরি’সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হল, জেলার লালমাই উপজেলার বাগমারা গ্রামের রফিক মুহুরি বাড়ির সুলতান আহম্মদের ছেলে শাহজাহান (৩১) ও দেবীদ্বার পৌরসভার ফতেহাবাদ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে খায়রুল আমিন (২৫)। আটককৃতদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, নাঙ্গলকোট থানা পুলিশের উপ-পরিদর্শক কামাল হোসেন সঙ্গীয় ফোর্স মক্রবপুর বাজার এলাকায় রাত্রীকালিন ডিউটি পালন কালে রবিবার ভোর রাতে ২টি সিএনজি চালিত অটোরিকশা দ্রুত গতিতে চলে যাওয়ার সময় ধাওয়া করে একটি আটক করে। এসময় ওই সিএনজি অটোরিকশা থেকে একটি গরুসহ দুই চোরকে আটক করা হয়। অপর সিএনজিতে থাকা ৩ চোর পালিয়ে যায়। আটককৃত দুই চোরের মধ্যে শাহজাহানের নামে জেলার বিভিন্ন থানায় চুরি ডাকাতিসহ ৬ টি মামলা রয়েছে। এ ঘটনায় নাঙ্গলকোট থানা উপ পরিদর্শক কামাল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, টহলরত অবস্থায় পুলিশ ওই চোরদের ধাওয়া করে আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন...
Leave a Reply