নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার নাঙ্গলকোট গ্রামের খান বাড়ী সংলগ্ন সড়কের পাশের একটি জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত ৩দিন যাবৎ রাতের অন্ধকারে মাটি কেটে নেয়ার অভিযোগ উঠেছে নাঙ্গলকোট গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে কাজী জামাল উদ্দিন, শামিমুর রহমান খোকা, জসিম উদ্দিন ও আলা উদ্দিনের বিরুদ্ধে। মাটি কেটে নেয়ার বিষয়টি ভুক্তভোগী বশিরুজ্জামান খান নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেনকে অবহিত করেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নাঙ্গলকোটের সাবেক এমএলএ হাছানুজ্জামান খানের মালিকানাধীন নাঙ্গলকোট মৌজার আর এস ২৬৭-২৬৮ দাগের সম্পত্তি তাহার মৃত্যুর পর বিএস ৫৭৩ নং দাগে রূপান্তর হয়ে ২৪ শতক সম্পত্তি তার ছেলে-মেয়ে’সহ পরিবারবর্গের নামে বিএস খতিয়ান ভূক্ত হয়। পরে ৫৭৩ দাগের ২৪ শতক সম্পত্তি থেকে ৩ শতক সম্পত্তি একই গ্রামের আব্দুল আজিজের সাথে এওয়াজ দলিল করে হাছানুজ্জামানের ছেলে সাবেক এমপি ডাক্তার এ কে এম কামারুজ্জান ও তার পরিবারবর্গ। পরবর্তিতে ৩ শতক জমির স্থলে আব্দুল আজিজের ছেলে কাজী জামাল উদ্দিন ও তার ভাইয়েরা ৬ শতক সম্পত্তি দখলের চেষ্টা করে। এ ব্যাপারে ডাক্তার এ কে এম কামারুজ্জানের ভাতিজা বশিরুজ্জামান আদালতের শরনাপন্ন হলে আদালত ৫৭৩ দাগে স্থিতিবস্থা বজায় রাখার নিদের্শ দেয়, কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ গত ৩ দিন যাবৎ রাতের অন্ধকারে মাটি কেটে নিয়ে যায়। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগীরা।
অভিযুক্ত কাজী জামাল উদ্দিন বলেন, এ জমিটি আমাদের নামে খতিয়ান ভূক্ত, আমাদের জমির মাটি আমরা কেটেছি।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, বিষয়টি আদালতের এ ব্যাপারে আমার কোন এখতিয়ার নেই।
Leave a Reply