কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার বাতুপাড়া গ্রামে ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বাতুপাড়া আজিজিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পরিকল্পিত ভাবে ভবন ভেঙ্গে জমি দখল চেষ্টার প্রতিবাদে সোমবার সকালে মাদরাসা মাঠে মানববন্ধন করে স্থানীয়রা। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবু জাফর, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সমাজ সেবক এম এ আক্তার মুকুল, আব্দুল হাই মজুমদার। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক তোফায়েল হোসেন মজুমদার, সমাজ সেবক জামাল হোসেন, সোলাইমান, কামরুল হাছান মজুমদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাতুপাড়া গ্রামের মৃত মাওলানা শফিকুর রহমান ১৯৭৫ সালে নিজের কিছু জমি ওয়াকফ করে বাতুপাড়া আজিজিয়া ইবতেদায়ী মাদরাসা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৮৪ সালে মাদরাসাটি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভ করে। মাদরাসায় জমি দানের রেজিস্ট্রি দলিলে মাওলানা শফিকুর রহমান শর্ত লিখেন মাদরাসাটি কোন সময় বন্ধ হয়ে গেলে ওয়াকফকৃত সম্পত্তি পুন:রায় তার ওয়ারিশানদের চাষাবাদে ফিরে যাবে। এ শর্তের বিষয়ে অবগত হয়ে মাদরাসাটি বিলুপ্ত করার প্রাথমিক চেষ্টা হিসেবে একমাত্র ভবনটি ভেঙ্গে ফেলে মাওলানা শফিকুর রহমানের ছেলে নূরুল হুদা, একই গ্রামের নিজাম উদ্দিন ও অজি উল্লাহ। বক্তারা মাদরাসা ভবন ভাঙ্গার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply