সদ্যপ্রাপ্ত :
নাঙ্গলকোটে হিযবুল্লাহ’র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে মোবারক র‌্যালী নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে শ্বাসরোধে নারীকে হত্যা চেষ্টা, ২শিশু-সহ আহত ৩ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও আলোচনা সভা রোড মার্চ সফল করার লক্ষ্যে নাঙ্গলকোটে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা নাঙ্গলকোটে উপজেলা আ’লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত রোড মার্চ সফল করার লক্ষ্যে নাঙ্গলকোটে বিএনপির বিক্ষোভ নাঙ্গলকোটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত নাঙ্গলকোটে ছিদ্দিকুর রহমান মজুমদার স্মৃতি পাঠাগারের উদ্যোগে কৃতি সংবর্ধনা নাঙ্গলকোটে ৫ কেজি গাঁজাসহ ১ রোহিঙ্গা আটক নাঙ্গলকোটে রোটারী ইন্টারন্যাশনালের উদ্যোগে ১শ’ পরিবারে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ
নাঙ্গলকোটের সকল উন্নয়ন কাজ সমাপ্ত করবো…..অর্থমন্ত্রী

নাঙ্গলকোটের সকল উন্নয়ন কাজ সমাপ্ত করবো…..অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার :

আমি এবং আমার বিভিন্ন পর্যায়ের নেতারা নাঙ্গলকোটের যে সকল উন্নয়ন কাজের প্রতিশ্রুতি দিয়েছে সকল কাজ ্আমি সমাপ্ত করবো। সবাই ঐক্যবদ্ধ ভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে। কারো সাথে হিংসা বিদ্বেষ করবেন না, আল্লাহ হিংসাকে পছন্দ করেন না। কার অবস্থান কি হবে এটা একমাত্র আল্লাহ ভাল জানে। আমি যখনই সুযোগ পাবো নাঙ্গলকোটের মানুষের সাথে দেখা করতে ছুটে আসবো। রবিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা অডিটোরিয়ামে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি এসব কথা বলেন। নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালুর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।

উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের সঞ্চালনায় মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর আ’লীগ উপদেষ্টা অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক ও লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান শাহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, উপজেলা আ’লীগ সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য নাছরিন আক্তার মুন্নী, উপজেলা আ’লীগ নেতা তৌহিদুর রহমান মজুমদার, আবু তাহের ছোট, পৌরসভা আ’লীগ সভাপতি মজিবুল হক মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওমর ফারুক মামুন, সাধারণ সম্পাদক শেখ রাসেল মজুমদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আবদুল জলিল, পৌর ছাত্রলীগ সভাপতি বেলাল হোসেন শিমুল, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি তানভীর মাহবুব অন্তর, সাধারণ সম্পাদক অনি মজুমদার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর কাউন্সিলরসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
অপরদিকে, বিকালে উপজেলার বটতলী উচ্চ বিদ্যালয় মাঠে বটতলী ইউনিয়ন আওয়ীমীলীগের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। বটতলী ইউনিয়ন আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউছুফ, সাবেক সভাপতি রফিকুল হোসেন, বটতলী ইউনিয়ন চেয়ারম্যান আবদুল জলিল, মৌকরা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুদ্দিন আলমগীর, বটতলী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এন কে এম সিরাজুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান শাহজাহান মজুমদার, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাছান ভূঁইয়া বাছির, সদস্য মজিবুর রহমান চেয়ারম্যান, আ’লীগ নেতা মাস্টার আবুল খায়ের আবু, জোড্ডা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আফসার, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওবায়েদুল হক প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ কমিটির বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেন, আপনারা আওয়ামীলীগ ও যুবলীগের খসড়া কমিটি করে আমার কাছে দিবেন আমি সকলকে সাথে নিয়ে কমিটি করে দিবো। আমি যাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি একদিনের জন্য হলেও সবার আশা পূরণ করবো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায় : বি-কেয়ার আইটি, বাপ্পি মজুমদার ইউনুস #01711-286173