কেফায়েত উল্লাহ মিয়াজী :
এ সরকার অবৈধ সরকার, এ সরকার দিনের ভোট রাতে দিয়ে ঘটন করা সরকার। এ সরকারের পতন এখন সময়ের দাবি, জনগণের দাবি। সরকারের পতনের জন্য আমাদের যত শক্তি সামর্থ আছে পুরো শক্তি রাজপথে ব্যবহার করতে হবে। আমরা নিরপেক্ষ ও নির্দলীয় জাতীয় সরকারের অধিনে নির্বাচন চাই। বিএনপি’সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের দাবি এবং আমাদের দাবি প্রায় একই রকম। বিগত ১৪ বছরে যাদের সরকারি চাকুরী হয়েছে সবই সরকার দলীয় লোক, কিন্তু ভ্যাট ট্যাক্স নেয় আমাদের কাছ থেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার আয়োজনে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে বৃহস্পতিবার বিকেলে নাঙ্গলকোট কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর, চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা রশিদ আহমাদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি হাফেজ মাওলানা নূর উদ্দিন হামিদী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারী হাফেজ ইসমাঈল বিন কাশেম।
Leave a Reply