কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটে খেলার সময় পরিবারের লোকদের অগোচরে বালতির পানিতে ডুবে মোহাম্মদ মিনহাজ নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু মিনহাজ উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের বাহুড়া গ্রামের হাজি বাড়ির প্রবাসী শহিদ উল্লাহর ছেলে। রবিবার দুপুর ২টার দিকে ঘরের সামনে থাকা বৃষ্টির পানি ভর্তি পরিত্যক্ত বালতিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
কিছুক্ষণ পর শিশু মিনহাজের বড় ভাই মোহাম্মদ মাসুম পানির বালতির উপরের দিকে ছোট ভাইয়ের পা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে শোরচিৎকার করে। এসময় পরিবারের লোকজন ছুটে এসে তাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মিনহাজকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply