সদ্যপ্রাপ্ত :
নাঙ্গলকোটে হিযবুল্লাহ’র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে মোবারক র‌্যালী নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে শ্বাসরোধে নারীকে হত্যা চেষ্টা, ২শিশু-সহ আহত ৩ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও আলোচনা সভা রোড মার্চ সফল করার লক্ষ্যে নাঙ্গলকোটে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা নাঙ্গলকোটে উপজেলা আ’লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত রোড মার্চ সফল করার লক্ষ্যে নাঙ্গলকোটে বিএনপির বিক্ষোভ নাঙ্গলকোটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত নাঙ্গলকোটে ছিদ্দিকুর রহমান মজুমদার স্মৃতি পাঠাগারের উদ্যোগে কৃতি সংবর্ধনা নাঙ্গলকোটে ৫ কেজি গাঁজাসহ ১ রোহিঙ্গা আটক নাঙ্গলকোটে রোটারী ইন্টারন্যাশনালের উদ্যোগে ১শ’ পরিবারে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ
বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুলের সেরা সাফল্য, ৪৪জনের মধ্যে ৩৬ শিক্ষার্থী জিপিএ-৫

বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুলের সেরা সাফল্য, ৪৪জনের মধ্যে ৩৬ শিক্ষার্থী জিপিএ-৫

কেফায়েত উল্লাহ মিয়াজী :

কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ ইসরাফিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল প্রধান শিক্ষক নাসির উদ্দিন মজুমদার।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল পরিচালক ও শিক্ষক মাওলানা সাইফুদ্দিন, জামাল উদ্দিন, আফজাল হোসাইন মিয়াজী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক আবুল কালাম নয়ন, ফরিদুল আলম, মোস্তাফিজুর রহমান, আশরাফুল ইসলাম, হাফেজ মাওলানা শহীদুল ইসলাম, হোসাইন ইকবাল, জাফর আহম্মেদ আপন, সেফায়েত উল্লাহ, ইউনুস মিয়া।

বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায ৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, এদের মধ্যে ৩৬ জন জিপিএ- ৫, ৮ জন জিপিএ-৪ লাভ করে। উপজেলা পর্যায়ে এ প্রতিষ্ঠানটি সেরা ফলাফল অর্জন করেছে। ইতিপূর্বেও প্রতিষ্ঠানটি ফলাফলের দিক থেকে কৃতিত্বের স্বাক্ষর রেখে এসেছে। এমন ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সকলেই খুশি। ভবিষ্যতে আরো ভালো ফলাফলের জন্য স্কুল কর্তৃপক্ষ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে অভিব্যক্তি প্রকাশ করেন মাহমুদুল হাসান সিফাত, মাহমুদা মজুমদার ইমতি, সামিরা আক্তার সিমি।

অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলেল শুভেচছা জানান স্কুল শিক্ষক বৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায় : বি-কেয়ার আইটি, বাপ্পি মজুমদার ইউনুস #01711-286173