কেফায়েত উল্লাহ মিয়াজী:
কুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ শাওন (১৬) নামে এক এসএসসি ফল প্রাপ্ত শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শাওন উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের পানকরা গ্রামের সর্দার বাড়ির সাইফুল ইসলামের ছেলে, সে পাশ্ববর্তী চাঁন্দগড়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪ পেয়ে কলেজে ভর্তির অপেক্ষায় ছিল। সোমবার দুপুরে নিজ ঘরের বৈদ্যুতিক আইপিএস সমস্যা দেখা দিলে মেরামতের চেষ্টাকালে দুর্ঘটনায় শাওন গুরুতর আহত হয়। এসময় বাড়ির লোকজন শাওন’কে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আলাউদ্দিন সর্দার বলেন, নিজ ঘরের আইপিএসের সার্কিট থেকে বিদ্যুতায়িত হয়ে ছেলেটি মারা যায়।
নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক নিশাত বড়ুয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর বিষয়ে তাদের কোন অভিযোগ বা সন্দেহ না থাকায় অফিসার ইনচার্জ লাশ দাফনের অনুমতি দিয়েছে।
Leave a Reply