কেফায়েত উল্লাহ মিয়াজী :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বুধবার বিকেলে নাঙ্গলকোট উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহবায়ক আব্দুল বাতেন মেম্বারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহম্মেদ ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন উপজেলা সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সদস্য সচিব আব্দুল কাদের জিলানী।
দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মৌকারা ইউনিয়ন বিএনপি সভাপতি মোজাম্মেল হক, বাঙ্গড্ডা ইউনিয়ন সভাপতি আব্দুল হক মজুমদার, আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি সাইদুল ইসলাম, বটতলী ইউনিয়ন সাধারণ সম্পাদক এটিএম আব্দুল বাতেন, উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাশেম মিয়াজী, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্যজীবি দল আহবায়ক আনোয়ার উল্লাহ মিয়াজী, উপজেলা যুবদল নেতা কবির খান, মাস্টার মোশারফ হোসেন, নেজাম উদ্দিন, পৌরসভা যুবদল নেতা মনিরুজ্জামান মানিক, আব্দুস সাত্তার, উপজেলা ছাত্র দল নেতা আব্দুল মমিন, আমীর হামজা মুন্না, পৌরসভা ছাত্র দল নেতা ফরহাদ হোসেন, হারুনুর রশিদ হারুন।
মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন নাঙ্গলকোট বাজার কেন্দ্রীয় জামে মাসজিদ খতিব মাওলানা মোহাম্মদ শাহাব উদ্দিন।
Leave a Reply