কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটে সোমবার সন্ধ্যায় নিখোঁজের পর মঙ্গলবার সকালে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। পুকুর থেকে উদ্ধার হওয়া শিশু গুলো হলো নাঙ্গলকোট গ্রামের উত্তর পাড়ার নজরুল ইসলামের ছেলে ইয়াছিন আরাফাত (৭) ও একই গ্রামের প্রবাসী মাহবুবুল হকের ছেলে আব্দুল্লাহ আল নোমান (৯)। নাঙ্গলকোট উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন রাম পুকুর থেকে শিশু দু’টির লাশ উদ্ধার করা হয়।
শিশুদের পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আব্দুল্লাহ আল-নোমানের নানা নুরুল ইসলাম নাঙ্গলকোট গ্রামে ব্যবসা করেন। নোমান সোমবার সন্ধ্যায় অপর শিশু ইয়াছিন আরাফাতকে সাথে নিয়ে নানার দোকানে যায়। এসময় নানা নুরুল ইসলাম তাদের দু’জনকে নাস্তা খাওয়ানোর পর বাড়িতে পাঠিয়ে দেয়। পরে শিশু দু’টি অনেক রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়ে তাদের কোন সন্ধান না পেয়ে পরে বিভিন্ন এলাকায় শিশু গুলোর সন্ধান চেয়ে মাইকিং করে। মঙ্গলবার সকালে ফজরের নামাজের সময় নাঙ্গলকোট উত্তর পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ মসজিদ সংলগ্ন রাম পুকুরে তাদের দু’জনের মরদেহ ভাসতে দেখে শোরচিৎকার করলে এলাকাবাসী এসে শিশু গুলোর মরদেহ উদ্ধার করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাঙ্গলকোট পৌরসভার স্থানীয় কাউন্সিলর ছাদেক হোসেন।
Leave a Reply