নাঙ্গলকোট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী’র দাদির ইন্তেকাল
- আপডেট সময় :
বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
-
১৭৯
দেখেছেন

ইমরান হোসেন সোহান :
কুমিল্লার নাঙ্গলকোট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজকর্মী কেফায়েত উল্লাহ মিয়াজী’র দাদি হালিমা খাতুন (১০২) আর নেই। বুধবার সকাল ৯টায় তিনি নিজ বাসগৃহে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমা হালিমা খাতুন নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের খোশারপাড় গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর প্রয়াত আলী আশ্রাফ মিঞা সাহেবের স্ত্রী এবং একই উপজেলার মৌকারা ইউনিয়নের তেতৈয়া গ্রামের নায়েব বাড়ির মরহুম রেহান উদ্দিন সর্দারের বড় মেয়ে ও নাঙ্গলকোট উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মরহুম মাস্টার আব্দুল মালেকের বড় বোন।
বুধবার বাদ আসর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
হালিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হামিদ, সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যুগ্ম মহাসচিব সহিদ উল্লাহ মিয়াজী, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম শফি, নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি এএফএম শোয়াইব, সিনিয়র সহসভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস, শিক্ষাবিদ প্রকৌশলী শাহজাহান, পাটোয়ার ফাজিল মাদরাসা আরবি প্রভাষক আহম্মদ উল্লাহ নোমান, বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল প্রধান শিক্ষক নাছির উদ্দিন মজুমদার, সহকারী প্রধান শিক্ষক মাওলানা সাইফুদ্দিন, জোড্ডা বাজার সিদ্দিকীয়া আলিম মাদরাসা শিক্ষক কবি আফজাল হোসাইন মিয়াজী ও সাংবাদিক সাইফুল ইসলাম-সহ বিভিন্ন রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন...
Leave a Reply