সদ্যপ্রাপ্ত :
নাঙ্গলকোটে অর্থমন্ত্রীর নির্বাচনী পথসভায় বাঙ্গড্ডা ইউনিয়নের ব্যাপক উপস্থিতি নাঙ্গলকোটে যে কাজ করেছি ২শ’ ৫০ বছরেও কেউ করতে পারবে না… অর্থমন্ত্রী বাইয়ারা প্রবাসী কল্যাণ ইউনিট এর পক্ষ থেকে হাফেজিয়া মাদ্রাসার অজুখানার জন্য নগদ অর্থ হস্তান্তর নাঙ্গলকোটে অভিভাবক ও গুনিজন সমাবেশ বর্ণাঢ্য আয়োজনে ভিক্টোরিয়া কলেজের ১২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাঙ্গলকোটে হাতের লেখা প্রতিযোগীতার পুরস্কার বিতরণ নাঙ্গলকোটে এডুকেয়ার ব্রাইট স্টুডেন্টস এসোসিয়েশন বৃত্তিপ্রাপ্ত সংবর্ধনা নাঙ্গলকোটে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে কটাক্ষ করে নাঙ্গলকোট উপজেলা সহকারি শিক্ষা অফিসারের বক্তব্য নঈম নিজামকে এমপি হিসেবে পেতে কুমিল্লা-১০ আসনের জনগণ ঐক্যবদ্ধ
নাঙ্গলকোটে রোটারী ইন্টারন্যাশনালের উদ্যোগে ১শ’ পরিবারে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

নাঙ্গলকোটে রোটারী ইন্টারন্যাশনালের উদ্যোগে ১শ’ পরিবারে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

কেফায়েত উল্লাহ মিয়াজী :

কুমিল্লার নাঙ্গলকোটে রোটারী ইন্টারন্যাশনাল আয়োজনে কলার হ্যান্ডওভার ও হতদরিদ্রের মাঝে নগদ অর্থ এবং খাদ্য সহয়তা প্রদান মঙ্গলবার নাঙ্গলকোটের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রোটারী ইন্টারন্যাশনাল নবনির্বাচিত নাঙ্গলকোট উপজেলা প্রেসিডেন্ট বশিরুজ্জান খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রোটারী ইন্টারন্যাশনাল ডেপুটি গর্ভনর ইঞ্জিনিয়ার মতিউর রহমান।

অনুষ্ঠানে রোটারিয়ান শাহাদাত হোসেন সুমন ও ইউনুস মিয়া নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ডেপুটি গর্ভনর কামরুল ইসলাম, প্রথম জেলা সেক্রেটারি জালাল উদ্দিন বাবলু, রোটারিয়ান পৌর মেয়র আব্দুল মালেক, সাবেক অধ্যক্ষ নুরুল্লা মজুমদার, আমিনুল হক মাওলা, বেলাল হোসেন, কাউন্সিলর শাহ খোরশেদ আলম মজুমদার, রোটারী ক্লাব নাঙ্গলকোট শাখার সেক্রেটারি ফারহানা ইয়াছমিন, রোটারিয়ান আব্দুল হক, সৈয়দ এহতেসাম হায়দার রুবেল, আব্দুল কাহার সিদ্দিকী, মাঈন উদ্দিন লাকী, সাবেক কাউন্সিলর এমরান বাহার, বেলাল হোসেন প্রমুখ।

রোটারী ইন্টারন্যাশনাল নাঙ্গলকোট উপজেলা প্রেসিডেন্ট বশিরুজ্জান খাঁন বলেন, আত্ম-মানবতার সেবায় রোটারি ক্লাব কাজ করে আসছে। ভবিষ্যতেও তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সবাইকে রোটারি ক্লাবের সাথে একাত্বতা হয়ে কাজ করার আহবান জানাই।

রোটারী ইন্টারন্যাশনাল ডেপুটি গর্ভনর ইঞ্জিনিয়ার মতিউর রহমান বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র গৃহহীনদের আবাসন তৈরি করে দিয়েছে, রোটারী ইন্টারন্যাশনাল আগামীর পরিকল্পনা যাদের ভূমি আছে কিন্তু ঘর নাই, তাদের ২০০টি ঘরের ব্যবস্থা করে দিব। আমি ইঞ্জিনিয়ারী প্লানিং রেডি করেছি প্রতিটি ঘরে ব্যয় হবে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা। বিগত দিনে বাংলাদেশে ভিটামিন ‘‘এ’’ প্লাস ক্যাম্পেইন হয় সব রোটারি ক্লাবের অবদান। রোটারী ক্লাব মানবতার সেবায় কাজ করে আসছে।

অনুষ্ঠান শেষে পৌরসভার ১৯টি গ্রামের ১০০টি হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায় : বি-কেয়ার আইটি, বাপ্পি মজুমদার ইউনুস #01711-286173