কেফায়েত উল্লাহ মিয়াজী :
নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আগামী ৫ অক্টোবরের রোড মার্চ সফল করার লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপির প্রস্তুতি সভা শনিবার দুপুরে আলহাজ্ব নজির আহম্মেদ ভূঁইয়া কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপি যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহম্মেদ ভূঁইয়া।
উপজেলা ছাত্রদল নেতা আমীর হামজা মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক জহিরুল কাইয়ুম, পৌরসভা সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, পেরিয়া ইউনিয়ন সভাপতি এডভোকেট আবুল বাশার, মৌকারা ইউনিয়ন সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি শহীদুল্লাহ, সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ মামুন, পৌরসভা কৃষকদল সভাপতি নুরুল আমিন, কুমিল্লা জেলা দক্ষিণ যুবদল সহ ধর্ম বিষয়ক সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, পৌরসভা যুবদল নেতা আব্দুস সাত্তার, যুবদল নেতা নুরুজ্জামান বাচ্চু, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, সাদ্দাম হোসেন, পৌরসভা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, হারুনুর রশিদ হারুন প্রমুখ।
Leave a Reply