কেফায়েত উল্লাহ মিয়াজী:
“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক” এই স্লোগানে কুমিল্লার নাঙ্গলকোটে ইসলামপুর উচ্চ বিদ্যালয় আয়োজনে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল।
মাষ্টার সোহরাব হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক শাহজাহান, সামছুউদ্দিন আহমেদ, দেলোয়ার হোসেন, শাহআলম, জহিরুল ইসলাম, কাউছার আলম, ফয়জুন্নেছা, অজন্তা বালাশীল, ফাতেমা, শিক্ষার্থী রোমান প্রমুখ।
বক্তরা বলেন, সরকারি ও বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূরিকরণ ও তাদের বিভিন্ন দাবি দাওয়ার বাস্তবায়নের জোর দাবি জানান। এছাড়াও নাঙ্গলকোটের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালিত হয়।
Leave a Reply