নিজস্ব প্রতিবেদক :
শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট থানার আয়োজনে বৃহস্পতিবার বিকেলে থানা অফিসার্স হল রুমে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম সার্কেল এএসপি জাহিদুল ইসলাম।
নাঙ্গলকোট থানা পুলিশের উপ-পরিদর্শক নিশাত বড়ুয়ার সঞ্চালনায় সম্প্রীতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা মন্ডপ পরিচালনা কমিটি সভাপতি জীবন কৃষ্ণ গোস্বামী, ইসলামী ফাউন্ডেশন নাঙ্গলকোট উপজেলা সুপার ভাইজার মাওলানা নুরুল আমীন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ সদস্য খোরশেদ আলম, চান্দেরবাগ জামে মসজিদ ইমাম মাওলানা নজির আহম্মদ।
এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সহ-সভাপতি মাইন উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন, সাংবাদিক কামাল হোসেন জনি, রতন মজুমদার, সাইফুল ইসলাম, উপজেলা পূজা মন্ডপ পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক জয় দেব রাজু ও বিভিন্ন পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং মসজিদের ইমাম খতিব বৃন্দ।
Leave a Reply