সদ্যপ্রাপ্ত :
নাঙ্গলকোটে অর্থমন্ত্রীর নির্বাচনী পথসভায় বাঙ্গড্ডা ইউনিয়নের ব্যাপক উপস্থিতি নাঙ্গলকোটে যে কাজ করেছি ২শ’ ৫০ বছরেও কেউ করতে পারবে না… অর্থমন্ত্রী বাইয়ারা প্রবাসী কল্যাণ ইউনিট এর পক্ষ থেকে হাফেজিয়া মাদ্রাসার অজুখানার জন্য নগদ অর্থ হস্তান্তর নাঙ্গলকোটে অভিভাবক ও গুনিজন সমাবেশ বর্ণাঢ্য আয়োজনে ভিক্টোরিয়া কলেজের ১২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাঙ্গলকোটে হাতের লেখা প্রতিযোগীতার পুরস্কার বিতরণ নাঙ্গলকোটে এডুকেয়ার ব্রাইট স্টুডেন্টস এসোসিয়েশন বৃত্তিপ্রাপ্ত সংবর্ধনা নাঙ্গলকোটে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে কটাক্ষ করে নাঙ্গলকোট উপজেলা সহকারি শিক্ষা অফিসারের বক্তব্য নঈম নিজামকে এমপি হিসেবে পেতে কুমিল্লা-১০ আসনের জনগণ ঐক্যবদ্ধ
নাঙ্গলকোটে মাদক সেবনে বাধা দেওয়ায়  গ্রাম পুলিশকে কুপিয়ে জখম, আটক-৩

নাঙ্গলকোটে মাদক সেবনে বাধা দেওয়ায়  গ্রাম পুলিশকে কুপিয়ে জখম, আটক-৩

সাফায়েত উল্লাহ মিয়াজী :

কুমিল্লার নাঙ্গলকোটে মাদক সেবনে বাধা দেওয়ায় মোহাম্মদ সেলিম নামে গ্রাম পুলিশের এক সদস্যকে  কুপিয়ে জখম করেছে মাদকসেবীরা। সোমবার রাত ১১ টার দিকে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের রাজাপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।  এসময় ৩ হামলাকারীকে আটক করে স্থানীয়রা। আটককৃতরা হলেন, উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের দক্ষিণ শাকতলী গ্রামের রনি, শাহাবুদ্দিন ও জনি। পরে আটককৃতদের নাঙ্গলকোট থানা পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার রাজাপাড়ার গ্রাম পুলিশ বাহিনীর সদস্য মোহাম্মদ সেলিম সোমবার দুপুরে তার বাড়ির পাশে কয়েকজন মাদকসেবীকে মাদক সেবনের সময় বাধা দেয়। এতে মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে সোমবার রাত ১১ টার দিকে ১৫-২০ জনের গ্রুপ নিয়ে সেলিমের বাড়িতে এসে এলোপাতাড়ি কুপিয়ে সেলিমকে মারাত্মকভাবে জখম করে। পরে সেলিম ও তার পরিবারের লোকজনের আত্মচিৎকারে স্হানীয়রা এগিয়ে এসে ২ হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং আহত সেলিমকে উদ্ধার করে  নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এই ঘটনায় জোড্ডা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার বলেন, আমি রাতে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সাথে সাথে থানায় অবগত করেছি। গ্রাম পুলিশ সেলিমকে রক্তাক্ত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক কামাল হোসেন বলেন, হামলাকারী ২জন জনতার পিটুনিতে আহত হয়েছে, তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। উভয় পক্ষ হাসপাতাল থেকে আসলে বিস্তারিত শুনে ব্যাবস্থা নেওয়া হবে।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, তারা হাসপাতাল থেকে সুস্থ হয়ে আসলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায় : বি-কেয়ার আইটি, বাপ্পি মজুমদার ইউনুস #01711-286173