কেফায়েত উল্লাহ মিয়াজী:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি ও চাঁন্দগড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক লিটনের বড় ছেলে আবু সাঈদ দিপুর (১৯) বিদ্যুৎ স্পৃষ্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের মৎস্য প্রজেক্টে নেওয়া বৈদ্যুতিক মোটরের লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় দিপু। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সন্ধ্যা ৬টায় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবু সাঈদ দিপু ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি হন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার আশায় আইইএলটিএস এ ভর্তি হন বলে পরিবারিক সূত্র জানায়।
Leave a Reply