সাফায়েত উল্লাহ মিয়াজী :
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে বাধা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহবানে রোববার সারাদেশে সকাল – সন্ধ্যা হরতালের সমথর্নে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি পেলে সড়ক অবরোধ করে বিএনপি-জামায়াত নেতা কর্মীরা।
অপরদিকে, হরতালের প্রতিবাদে উপজেলার বিভিন্ন স্থানে মোটর শোভাযাত্রা করে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ, নেতাকর্মীরা। এছাড়াও, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, জনগণের জান মালের নিরাপত্তায় উপজেলার বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিল।
Leave a Reply