কেফায়েত উল্লাহ মিয়াজী :
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে বাধা, নেতাকর্মীদের হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি পেলে সড়ক অবরোধ করে বিএনপি, যুবদল, ছাত্রদল-সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীরা পৌরসদর, স্টিল ব্রিজ, দক্ষিণ জোড়পুকুরিয়া ব্রিজ, অলিপুর বাজার ও বাঙ্গড্ডা-সহ উপজেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে।
এ ব্যাপারে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহম্মেদ ভূঁইয়া বলেন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল-সহ বিএনপি’র অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ ও পিকেটিং করে যথাযথ ভাবে হরতাল পালন করেন। বিশেষ করে নাঙ্গলকোট পৌরসদর, অলিপুর বাজার, স্টিল ব্রিজ, বাঙ্গড্ডা-সহ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে উপজেলা বিএনপির নেতৃত্বে হরতাল পালিত হয়েছে। সরকার আমাদেরকে গ্রেফতারের ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে। আন্দোলনের যে অগ্নিশিখা প্রজ্জলিত হয়েছে তা হাসিনার অপশাসনের অবসানের মধ্য দিয়ে শেষ হবে। আমরা নাঙ্গলকোট উপজেলা বিএনপি পূর্বের সকল আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও দলের সকল আন্দোলনে মাঠে থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।
Leave a Reply