কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডায় এডুকেয়ার ব্রাইট স্টুডেন্টস এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা শুক্রবার সকালে বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুল প্রধান শিক্ষক ও ইউনিয়ন পরিষদ সদস্য নাসির উদ্দিন মজুমদার, ইসলামী ব্যাংক কর্মকর্তা ওবায়দুল হক, নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি অর্থ সম্পাদক নিজামুদ্দিন বিএসসি, এডুকেয়ার স্কুল পরিচালক ও সহকারী প্রধান শিক্ষক মাওলানা সাইফুদ্দিন, স্কুল পরিচালক ও জোড্ডা বাজার সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা শিক্ষক কবি আফজাল হোসেন মিয়াজি।
পরীক্ষায় ১১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, এদের মধ্যে ট্যালেন্টপুলে ১০ ও সাধারণ গ্রেডে ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
Leave a Reply