কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামের আব্দুল জলিলের সদ্য বিবাহিতা মেয়ে ও গোত্রশাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঝর্ণা আক্তারকে কুপিয়ে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে বুধবার বিকেলে পৌরসদরের গোত্রশাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে নাঙ্গলকোট লোটাস চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, গোত্রশাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ, রাজু আহম্মেদ, মাহাবুবা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা যায়, নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামে গত ১১ নভেম্বর শনিবার সন্ধ্যায় আব্দুল জলিলের ঘরে ঢুকে তার মেয়ে নববধূ ঝর্ণা আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মৃত্যুর ১৭ দিন পূর্বে আপন ফুফাতো ভাইয়ের সাথে মোবাইল ফোনে বিয়ে হয় নিহত ঝর্ণার । গত কয়েকদিন পূর্বে ঝর্ণার মোবাইল চুরি হয়, এনিয়ে ঝর্ণার ভাবি ও পাশের বাড়ির বান্ধবীর সাথে ঝগড়া হয়। হত্যাকান্ডের ঘটনায় পিতা আব্দুল জলিল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। এ মামলায় পুলিশ ঝর্ণার বড় ভাইয়ের স্ত্রী ফুলনাহার আক্তার কলিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
Leave a Reply