নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রধান সহকারী মাজহারুল ইসলামের ওপর হামলার নিন্দা জানিয়েছে
সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ। ২১ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে অপরাধীদের দ্রুত শাস্তির আহবান জানিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ।
বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ এর মহাসচিব মো. বিল্লাল হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রধান সহকারী মাজহারুল ইসলামের ওপর কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা করে আহত করে। প্রজাতন্ত্রের কর্মচারীর উপর হামলা ন্যাক্কারজনক। হামলার তীব্র নিন্দা জানাই।
‘প্রধান সহকারী মাজহারুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা অপরাধীদের দ্রুত শাস্তির আহবান জানিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রধান সহকারী মো. মাজহারুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। গতকাল সোমবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটায় ডিগ্রি শাখার জিয়া অডিটোরিয়ামের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় মাজহারুল ইসলামসহ আরো দুই জন ছাত্রের উপর হামলা হয়। অতিবিলম্বে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবি জানাচ্ছি।
প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে কলেজ ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, তারা (অভিযুক্ত ছাত্রলীগ) প্রধান সহকারীর নিকট ক্ষমা প্রার্থনা করেছে। এ ভুল আর করবে না।
আহত প্রধান সহকারী মো. মাজহারুল ইসলাম বলেন,
মঙ্গলবার দুপুরে কর্মচারী কল্যাণ পরিষদের মানববন্ধন হওয়ার কথা ছিলো। মানববন্ধন হয়নি। যেহেতু আমরা কর্মচারী বসদের কথা মতো চলতে হয়।
Leave a Reply